স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মধ্যেই দারুণ একটি সুসংবাদ পেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রা। অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হিসেবে এই কিউই তারকার নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার (১০ নভেম্বর) ২৩ বছর বয়সী কিউই অলরাউন্ডারকে মাসসেরা ক্রিকেটারের মুকুট পরিয়ে দেয় আইসিসি।
অক্টোবর মাসে ব্যাট হাতে ৮১.২০ গড়ে ৪০৬ রান করেছেন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার রাবিন্দ্রা। এতেই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন রাবিন্দ্রা। এখন পর্যন্ত ৯ টি ম্যাচ খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫৬৫ রান সংগ্রহ করেছেন এই বাঁহাতি ব্যাটার।
বিশ্বকাপের আগে মাত্র ১২টি ম্যাচ খেলেছিলেন রাবিন্দ্রা। অথচ বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই হাঁকালেন সেঞ্চুরি। নিজেদের প্রথম ম্যাচে তার দুর্দুান্ত ১২৩ রানের ইনিংসের উপর ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে রাবিন্দ্রা করেছেন ৫১ রান। ভারতের বিপক্ষে খেলেছেন দুরন্ত ৭৫ রানের ইনিংস। ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হাঁকিয়েছেন বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি ৮৯ বলে ১১৬)।