প্রত্যয় ডেস্ক: কয়েকশো বছরের মধ্যে এই প্রথম মাত্র ৩০ দিনের মধ্যে ৩টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। ৩০ দিনের মধ্যে তিনটি গ্রহণ ঘটায় বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা। ৫ জুন হবে প্রতিচ্ছায়া চন্দ্রগ্রহণ। ২১ জুন হবে সূর্যগ্রহণ এবং ৫ জুলাই হবে আরো একটি চন্দ্রগ্রহণ।
৫ জুন অর্থাত্ শুক্রবারের চন্দ্রগ্রহণটি (Lunar Eclipse 2020) তিন ঘণ্টা ১৮ মিনিট ধরে থাকবে। প্রতিচ্ছায়া চন্দ্রগ্রহণকে (Penumbral Lunar Eclipse) পূর্ণিমার চাঁদের থেকে আলাদা করা মুশকিল। আর এই চন্দ্রগ্রহণ শুরু হবে শুক্রবার রাত ১১টা ৪৫মিনিটে। আর শেষ হবে রাত ৩টা ৪ মিনিটে।
বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। দেশের স্থানীয় সময় অনুযায়ী আজ রাত ১টা ২৪ মিনিটে ঢাকার আকাশে দেখা যাবে এই গ্রহণ। চন্দ্রগ্রহণ দেখতে চাইলে প্রিয়জনকে নিয়ে ঘরের ছাদে বসে দেখতে পারবেন নির্দিষ্ট সময়ে। আর হে অবশ্যই সামাজিক দূরত্বে মেনে উপভোগ করুন এই গ্রহণ।