সরকার রাজীব, ঢাকা: রাজধানীর বনানী থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর (৪১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বনানীর একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, অর্পিতা লন্ডনে থাকতেন। সম্প্রতি লন্ডনে তার বিয়ের জন্য এক পাত্র ঠিক করা হয়েছে। যে কারণে অর্পিতার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। এ জন্য ব্রিটিশ হাইকমিশনে তিনি কাগজপত্র জমা দেন। বৃহস্পতিবার সকালে ব্রিটিশ হাইকমিশনে তার সাক্ষাৎকার ছিল। কিন্তু বুধবার দুপুরে লন্ডনে পাত্র হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এ খবর অর্পিতা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে বুধবার রাতেও শাহরিয়ার কবির তার মেয়েকে সান্ত্বনা দেন। সর্বশেষ বুধবার রাত সাড়ে ১১ টার দিকে শাহরিয়ার কবির তার মেয়ের বেডরুমে গিয়ে সান্ত্বনা দেন এবং ঘুমিয়ে পড়ার কথা জানান।
বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত অর্পিতার বেডরুমের দরজা বন্ধ দেখতে পায় পরিবারের সদস্যরা। সকালে ব্রিটিশ হাইকমিশনে অর্পিতার যাওয়ার কথা ছিল। এজন্য তার ছোট ভাই দ্বীপ বেডরুমের দরজায় নক করেন। অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দ্বীপ বাহির থেকে চাবি দিয়ে দরজা খোলেন। দরজা খুলে ভেতরে ঢুকে বাথরুমের বাথটবের ওপর জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি দিয়ে প্যাঁচানো অবস্থায় অর্পিতাকে ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা।
বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার বেডরুমের টেবিলের ড্রয়ার থেকে একটি সুইসাইডাল নোট উদ্ধার করেছে পুলিশ। সুইসাইডাল নোটের উদ্ধৃতি দিয়ে বনানী থানার ওসি বলেন, নোটে অর্পিতা জীবন নিয়ে অনেক হতাশার কথা লিখেছেন। বিশেষ করে হবু বরের হার্ট অ্যাটাকে মৃত্যুর খবরটি তার জীবনের সবকিছু ওলট-পালট করে দিয়েছে। আমরা এ ব্যাপারে তার বাবা শাহরিয়ার কবিরের সঙ্গে কথা বলেছিলাম।
শাহরিয়ার কবির পুলিশকে জানান, ওই খবরটিতে মুমু কান্নায় ভেঙে পড়ে। তাকে আমি অনেক সান্ত্বনা দিয়েছিলাম। বুধবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও তার সঙ্গে আমার অনেক কথা হয়। তাকে আমি আশ্বস্ত করেছিলাম। কিন্তু মেয়েটা বড্ড অভিমানী। মায়ের মৃত্যুর পর সে একবার ধাক্কা খায়। এ দফায় তার হবু বরের মৃত্যুর খবরটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি।
এর আগে ২০২০ সালের ১৩ জানুয়ারি মারা যান শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির।