আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত গ্রামের গরিব ও অসহায় পরিবার থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় প্রদান করেছেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামে কৃতী শিক্ষার্থী খাতিজা আক্তার ও শারমিন সুলতানাকে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুল সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহিনুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম সাহিদ, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই লুলু ও ইউপি সদস্য মহসিন আলী প্রমুখ।
আলোচনা শেষে দুই শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধণা ও সহায়তার ৪০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। উল্লেখ্য, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলেন অন্তাহার গ্রামের মৃত সাজুর মেয়ে শারমিন সুলতানা ও দিনমজুর খায়রুল ইসলামের মেয়ে খাতিজা আক্তার।