শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক সাতবাড়ীয়া ফুটবল মাঠে দুই দিনব্যাপি অনুষ্ঠিত হলো ঈদের উৎসবে ঈদ মেলা। ঈদের দিন ঐহিত্যবাহী লাঠিবারী খেলার মধ্য দিয়ে উৎসবের শুভ সুচনা হয়। উপজেলার সাতবাড়ীয়া গ্রামে খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল (খানমরিচ ইউনিয়ন শাখা’র) সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু মোহাম্মদ নুরুল আমীনের সভাপতিত্বে আলহাজ বনিউল ইসলাম তুষারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় গেল মনোমুগ্ধকর লাঠিবারী খেলা। আর ঈদের পরের দিন ফুটবল প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ও ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ফুটবল একাদশ।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবারী খেলা ও ফুটবল প্রতিযোগিতার আয়োজনকে ঘীরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। ঈদুল ফিতরের দিন মঙ্গলবার ও বুধবার (৩ ও ৪ মে) উপজেলার সাতবাড়ীয়া গ্রামের ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয় শ্বাসত বাংলার ঐতিহ্যবাহী এই প্রাচীন জনপ্রিয় খেলা। কালের ক্রমে হারিয়ে যাওয়া লাঠিবারী খেলা ফুটবল খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীন এ ঐতিহ্যবাহী লাঠিবারী খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করেন দর্শনার্থীরা।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খানমরিচ ইউনিয়ন শাখার সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, যুগ্ম-সচিব সরদার মুহাম্মাদ জয়নুল আবেদীন মিলন, বাংলাদেশ আওয়ামী লীগ খানমরিচ ইউনিয়ন শাখার সভাপতি ও খানমরিচ ইউনিয়ন পরিষদের (স্বর্ণপদকপ্রাপ্ত) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছাদুর রহমান আছাদ, সাধারণ সম্পাদক ফকির জয়নুল, খানমরিচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন খাঁন মিঠু, ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
খানমরিচ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা চলন বিলের কথা (অনলাইন) পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ মাষ্টার দৈনিক প্রত্যয় পত্রিকার পাবনা (জেলা) প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেনের সাথে একান্ত আলাপচারিতায় জানান, কোভিভ-১৯ করোনা থাকাকালীন দীর্ঘ দুই বছর পর এবার দেশে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে দেশের বিভিন্ন জায়গায় ঈদের দিন এবং ঈদ পরবর্তী খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে। খানমরিচ ইউনিয়নে দুই দিনব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত হওয়ায় গ্রামের হাজার হাজার মানুষ ঈদের আনন্দটা আরো বেশি করে উপলব্ধি করতে পেরেছেন বলেও মন্তব্য করেন নুরুজ্জামান সবুজ।