ওয়েব ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করা হয়েছে সাতক্ষীরায়। দেশের আর কোনো জেলায় এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়নি। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে না দেওয়ার ঘটনাকে দেশের ক্রিকেটের জন্য ‘চরম অপমান’ বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, একটা ছেলের কারণে আলহামদুলিল্লাহ আপনারা গর্বিত। এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মোস্তাফিজ। অথচ এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।
তিনি বলেন, এই বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে গিয়ে আবার টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। কিন্তু ক্রিকেট বোর্ড (আইসিসি) এই সংগত দাবিটাকে মানল না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত।
আইসিসির উদ্দেশে তিনি বলেন, এখনো সময় আছে, আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন।
সাতক্ষীরা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করা হয়েছে সাতক্ষীরায়। বুলডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের ঘর ভাঙা হয়েছে। তারা কি কোনো অপরাধ করেছিল?
তিনি বলেন, ২০১৫ সালে সাতক্ষীরায় এসেছিলাম। মোটরসাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। এসেছিলাম দ্বীনদার ও ইমানদার ৪৫ জন শহীদের পরিবারের খোঁজ নিতে। যেসব মা ও বোনদের বিধবা করা হয়েছিল, যেসব শিশু বাবাকে হারিয়ে অন্ধকার দেখছিল তাদের চোখের পানি মুছিয়ে দিতে এসেছিলাম।
ডা. শফিকুর রহমান বলেন, সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় সফরের সময় স্থানীয় মানুষের কাছ থেকে তিনি বঞ্চনা ও অবহেলার অভিযোগ শুনেছেন। অনেকেই বলেছেন, সরকার সাতক্ষীরাকে দেশের অংশ হিসেবে গুরুত্ব দেয়নি এবং এই জেলার সঙ্গে সৎমায়ের মতো আচরণ করা হয়েছে।
তিনি দাবি করেন, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই সাতক্ষীরাকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তবে তিনি বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, আর যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেন।
জনসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান।