ওয়েব ডেস্ক: সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলেন- মো. জসিমুল ইসলাম ওরফে জ্যাক, মো. আব্দুল মুকিত, মো. আমিনুল হক ও সজীব ইখতিয়ার।
রোববার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলায় প্রত্যেকের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকা থেকে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাগ, একটি চাপাতি, ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়।