প্রত্যয় নিউজ ডেস্কঃ একদিনে ভারতের দুই তারকা ক্রিকেটার অবসর নিয়ে নিলেন। শনিবার সন্ধ্যায় ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তার একসময়ের সতীর্থ সুরেশ রায়না।
আরো জানতে পড়ুনঃ
ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন রায়ান। সেখানে তিনি লিখেন, ‘মাহি, আপনার সঙ্গে খেলতে পারাটা হয়তো খুব বেশি কিছু নয়, তবে আমার জন্য খুবই ভালোবাসার একটি বিষয় ছিল। আমার হৃদয় পুরো আপনার প্রতি ভালোবাসায়। আপনার সঙ্গেই আমি নিজেকে যুক্ত করে নিতে চাই এবং যুক্ত হতে চাই এই অভিযাত্রায় (অবসর ঘোষণায়)। ধন্যবাদ ইন্ডিয়া, জয় হিন্দ।’
প্রসঙ্গত, ২০০৫ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক সুরেশ রায়নার। ক্যারিয়ারে পুরোপুরি ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। শতাধিক ওয়ানডে খেলার পর ২০১০ সালের জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট অভিষেক ঘটে রায়নার।
ডিপিআর/ জাহিরুল মিলন