ন্যাশনাল ডেস্ক: আন্তর্জাতিক যুব দিবস- ২৪ইং উপলক্ষ্যে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেইনিং এন্ড এডুকেশন প্রোগ্রামের (আরএইচস্টেপ) আলোরধারা পাঠশালা সাভার কর্তৃক আয়োজন করা হয় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, নাটক, যুবদের মতামত অনুষ্ঠানের। উক্ত আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সাভার মডেল স্কুল প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সংগঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়ুথ অফিসার মো:সজিব মিয়া।
স্বাগত বক্তব্য এবং আর আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্যতা নিয়ে বক্তব্য দেন মিতু আক্তার (জুনিয়ার ইয়থ অফিসার)। যুব অংশগ্রহণকারী হিসেবে শিক্ষার্থী তামান্না আক্তার(১৫)বলেন :- সমৃদ্ধ দেশ গড়তে তরুণদের স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিগত উন্নয়ন, নারীদের অগ্রাধিকারের মাধ্যমে স্বনির্ভর সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল স্কুলের প্রধান শিক্ষক মো:সিদ্দিকুর রহমান,(SMC)সভাপতি আলী হোসেন, প্রজেক্ট অফিসার (পিএমএল) তৌসিন আহমেদ সোহেল আরএইচআরএন-২। সহকারী শিক্ষক মোঃশরিফ, মোস্তফা কামাল, ইয়াসমিন পারভীন, নবাব কাজী। এছাড়াও উপস্থিত ছিলেন আলোরধারা পাঠশালার যুব সদস্য সহ অন্যান্যরা।