স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল ঠিক টিমম্যান কি না, এমন প্রশ্ন তুলেছিলেন বুধবার রাতে একটি বেসরকারি টিভিতে প্রচারিত সাক্ষাৎকারের প্রথম পর্বে। এবার একই সাক্ষাৎকারের দ্বিতীয়পর্বেও এক সময়ের বন্ধু তামিমকে একহাত নিলেন সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে গত জুলাইয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের জন্য সরাসরি সে সময়ের অধিনায়ক তামিমকে দায়ী করেছেন সাকিব। তামিমের তখন হুট করে অবসরে যাওয়া দলকে এমনই বাজে পরিস্থিতিতে ফেলেছে, যা কাটিয়ে উঠতে এখনো সময় লাগছে বলেও দাবি করলেন সাকিব।
সাকিব বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলবো-অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও দায় না, পুরো সিরিজটার ব্লেম একজনের ওপর।’
সে সিরিজের প্রথম ম্যাচের পর কান্না করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। বাংলাদেশ পরের দুটি ম্যাচ খেলেছিল লিটন দাসের অধিনায়কত্বে। সিরিজের মাঝপথে তামিমের অবসরের সিদ্ধান্তের সমালোচনা করে সাকিব বলেন, ‘বিশ্বের কোথাও অন্তত দেখিনি যে এক ম্যাচ পরেই এ রকম অধিনায়ক এসে আবেগী হয়ে বলে ফেলে যে-আমি ভাই খেলবো না আর ক্রিকেট। এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম।’
সাকিব যোগ করেন, ‘আমি এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকতো, সে এটা করতে পারতো না। আমার কাছে মনে এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমার কাছে মনে হয়।’