স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বেশ চাপেই রয়েছে পাকিস্তান। চার ম্যাচের দুইটিতে জয় ও দুইটিতে হেরে টেবিলের মাঝ অবস্থানে রয়েছে তারা। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬৭ রান লক্ষ্য তাড়া করে ৬২ রানে হারে বাবর আজমের দল।
ম্যাচে নামার আগে পরিকল্পনা করে নামলেও মাঠে সেটার প্রতিফলন হচ্ছে না বলে মনে করেন পাকিস্তানি ওপেনার ইমাম উল হক। তাই আফগানিস্তানের বিপক্ষে ভিন্নরকম পাকিস্তানকে দেখার আভাস দিয়ে রাখলেন তিনি।
চেন্নাইতে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে ইমাম বলেন, ‘আমরা আমাদের পরিস্থিতিগুলো কাঁটাছেড়া করেছি। আশা করি আগামীকাল আপনারা ভিন্ন পাকিস্তানকে দেখবেন। আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগছে না। কিন্তু এর পরেও আমরা আবারো চেষ্টা করে যাচ্ছি এবং মাঠে নামছি। এটা আমাদের হাতেই ছিল, নিয়ন্ত্রণযোগ্যই ছিল সব। কিন্তু বর্তমানে আমাদের হাতে কিছু নাই, আমাদের বেশি কথা বলা উচিত নয় এবং আমরা সেটা করিও না।’
পাকিস্তানের ব্যাটিং নিয়েও কথা বলেন ইমাম। তার মতে, ‘দেখেন, গেল কয়েকদিনে আমি যেভাবে ব্যাটিং করেছি তার মধ্যে প্রায় সবগুলোতেই জিতেছি। যখন ৩৬৭ রান তাড়া করবেন, তখন কোন অবস্থাতেই রানের চাকা অচল রাখা যাবে না। অবশ্যই আপনাকে সেখানে ঝুঁকি নিতেই হবে। দুর্ভাগ্যবশত আমরা কেউ বড় ইনিংস খেলতে পারছি না। আমরা চেষ্টা করছি যতটা পারি বড় ইনিংস করতে এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবো।’
পরিকল্পনা ঠিকমত কাজে না আসার ব্যাপারে ইমাম বলেন, ‘আমাদের সব টিম মিটিংয়েই পরিকল্পনা নিয়ে কথা হয়, কীভাবে খেলবো সেটা নিয়ে কথা হয়। আমরা যখন অনুশীলন করি তখন ভালোভাবেই আমরা সেটা করতে পারি। সেখানে সবকিছু ভালোও হয়। কিন্তু এটাই ক্রিকেট। জীবন ও ক্রিকেটে কখনো কেউ গ্যারান্টি দিতে পারবে না।’