নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন গ্রেফতার ২২ আসামির পক্ষে তাদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতির আবেদনের ওপর আইনগত বিষয়ে শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষ অব্যাহতির আবেদনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচার আবু জাফর মো. কামরুজ্জামান অভিযোগ গঠনের আদেশের জন্য এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এহসানুল হক সমাজী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর একই আদালতে ১৩ আসামির পক্ষে তাদের আইনজীবীরা মামলার দায় থেকে অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন। অবশিষ্ট ৯ আসামির অব্যাহতির আবেদনের ওপর শুনানির জন্য এদিন ধার্য করেছিলেন বিচারক। এদিন অভিযোগ গঠন শুনানি থাকায় কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওয়াহেদুজ্জামান ঘটনার ৩৭ দিনের মাথায় ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গত বছরের ৬ অক্টোবর গভীর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। এ অভিযোগে ৭ অক্টোবর আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।