নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ লকডাউন শেষে ৬৬ দিন পর খুলল সব অফিস। রোববার থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে যান চলাচল। এতে করে আবার চিরচেনা রূপ ফিরে পাচ্ছে রাজধানী ঢাকা। যান চলাচলের প্রথম দিনই রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে যানজট। সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে সব চালু করা হলেও রাস্তায় সামাজিক দূরত্বের বালাই তো নেইই, নেই ন্যূনতম সুরক্ষাসামগ্রীর ব্যবহারও। এতে করে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার সকাল ১০টায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে বলাকা পরিবহনে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হওয়া অনেকের মুখেই ছিল না মাস্ক। এমনকি ড্রাইভার-হেলপারদেরও গ্লাভস বা মাস্ক পরতে দেখা যায়নি। অফিস চালুর প্রথমদিনে অনেক স্থানেই দেখা যায়নি সামাজিক দূরত্ব মেনে চলার বিধি-নিষেধ। কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে অনেক যাত্রীকে দেখা গেছে মাস্ক ছাড়া। বেশিরভাগকেই একে অপরের কাছাকাছি বসে থাকতে দেখা গেছে।
যাত্রীরা বলছেন, সামাজিক দূরত্ব মেনে চলার বাস্তবতা নেই। লঞ্চে উঠতে বা জায়গা করে নিয়ে বসতে গিয়ে তাদের কাছাকাছি আসতেই হচ্ছে। এদিকে গতকাল রোববার থেকে শুরু হয়েছে ব্যাংকগুলোতে পূর্ণোদ্যমে কাজ। সেবাগ্রহীতাদের দাঁড়ানোর জন্য ছক করে দেওয়া থাকলেও বাড়তি ভিড়ের কারণে এক ছকের কাছেই একাধিকজনকে দাঁড়াতে দেখা যাচ্ছে। নাগরিকের প্রশ্ন, সামাজিক দূরত্ব মানার বাস্তবতা রয়েছে কি না, কিংবা প্রতিষ্ঠানগুলো সেটার ব্যবস্থা করে দিচ্ছে কি না তা মনিটরিংয়ে কেউ না থাকলে এ উদ্যোগ সফল হবে না।