রাঙামাটি প্রতিনিধি : অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আবারো রাঙামাটি জেলাপরিষদের চেয়ারম্যান ও সদস্যদের রদবদলের প্রজ্ঞাপন জারী করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়,সচিবালয় ঢাকা ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন)১৯৯৭ এর ১৬ ক(৪) উপধারা এবং রাঙামাটি জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ৪(২)উপধারা প্রদত্ত ক্ষমতা বলে সরকার রাঙামাটি জেলা পরিষদ অন্তবর্তী পরিষদ পুর্ণ গঠন করা হয়েছে ।
১০ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার পরেএই অর্ন্তবর্তী পরিষদের প্রজ্ঞাপন জারী করা হয় ।
রাঙামাটি জেলা পরিষদের কাউখালী থেকে পর পর দুইবারে মনোনীত সদস্য অং সুই প্রু চৌধুরী চেয়ারম্যান মনোনীত হয়েছে । এবারেও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর আবারো সদস্য পদে মনোনীত হয়েছে । কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সদস্য অংসুই ছাইন চৌধুরী ,বরকল উপজেলার সাবেক সদস্য সুবির কুমার চাকমা মনোনীত হয়েছে। পুর্ণগঠনে নতুন জেলা পরিষদের মনোনীত সদস্য হলেন- বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি সাবেক ইউপি চেয়ারম্যান প্রিয়নন্দ চাকমা,জুরাছড়ি থেকে প্রর্বতন চাকমা, নানিয়াচর উপজেলার বুড়িঘাট থেকে ইলিপন চাকমা , রাঙামাটি সদর বাদল চন্দ্র দে (মাষ্টার) ও রাজস্থলী থেকে নিউচিং মারমা সদস্য মনোনীত হয়েছে । জিকো চাকমা নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন,শান্তি চুক্তির আলোকে পুর্ণগঠন সঠিক হয়নি।
##চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি ১০ ডিসেম্বর ২০২০।