ওয়েব ডেস্ক: বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রামের দাবি এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেসিয়াম প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক পরিষদের সহ-সভাপতি এডভোকেট পারভেজ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা পাহাড়ে চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধের দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল প্রতিষ্ঠান ও সংস্থায় সর্বোচ্চ পদে পাহাড়িদের থেকে পদায়ন করা হচ্ছে। জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সভাপতির পদসহ সকল সংসদ সদস্য, মন্ত্রী, উপ-মন্ত্রী, প্রতিমন্ত্রীর পদসমূহ শুধুমাত্র পাহাড়িদের জন্য নির্ধারিত।
উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিসহ তিন পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে সকল সম্প্রদায় থেকে জেলা পরিষদে সদস্য মনোনয়নের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সকল সরকারি চাকরি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উপবৃত্তি ইত্যাদির ক্ষেত্রে বৈষম্যমূলক উপজাতি কোটার পরিবর্তে জনসংখ্যার অনুপাতে অনগ্রসর কোটা চালু করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের জন্য সমহারে কোটা নির্ধারণ করতে হবে।