সরকার রাজীবঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেপ্টেম্বর ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অপরাধ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে গুলশান বিভাগ। অনন্য পেশাদারিত্বের স্বীকৃতিস্বরুপ গুলশান বিভাগের বিভিন্ন পর্যায়ের ১৪ জন কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার প্রদান করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগ নির্বাচিত হয়েছে গোয়েন্দা লালবাগ বিভাগ ও শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেব নির্বাচিত হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। এছাড়াও ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার ৮৭ জনকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, যুগ্ম পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগষ্ট/২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভাতেও শ্রেষ্ঠ অপরাধ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছিল গুলশান বিভাগ।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..