নিজস্ব প্রতিবেদক: অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি ডট কম লিমিটেড ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের পরিচালিত জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেন আবার স্বাভাবিক হচ্ছে। ৩০ দিনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। নতুন করে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবের স্থগিতাদেশ বাড়ায়নি নিয়ন্ত্রণ সংস্থা। ফলে ইভ্যালির ব্যাংক হিসাবে স্বাভাবিক লেনদেনে বাধা নেই। অর্থাৎ এখন থেকে ই-ভ্যালির ব্যাংক হিসাবে আগের মতোই স্বাভাবিক লেনদেন করা যাবে।
এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ই্উনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, তদন্তের স্বার্থে ইভ্যালির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এরই মধ্যে প্রতিবেদন হস্তাতান্তর করা হয়েছে। যে কারণে ফ্রিজের মেয়াদ আর বাড়ানো হয়নি।
মার্কেট প্লেস ইভ্যালি গাড়ি, মোটরসাইকেল, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, আসবাবপত্র, জামাকাপড়, দৈনন্দিন বাজার থেকে শুরু করে সব ধরনের পণ্য বিক্রি করে। প্রতারণার অভিযোগ উঠলে গত ২৭ আগস্ট ই-ভ্যালির ব্যাংক হিসাব ৩০ দিন স্থগিত রাখতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে চিঠি দেয় বিএফআইইউ।
উল্লেখ্য, বিএফআইইউ ৩০ দিনের জন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিতে পারে। টানা তিন দফায় ৯০ দিনের জন্য মেয়াদ বাড়াতে পারে।