বিশেষ প্রতিবেদন,কলকাতা:
আমফানের বিপর্যয় মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী একটি তহবিল গঠন করেছেন। সেই তহবিলে ৫০ লক্ষ টাকা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপাশি তিনি এ কথাও বলেছেন, ‘আমফানের জন্য রাজ্যের বিপুল ক্ষতি হয়ে গিয়েছে। সকলেই এগিয়ে এসে এই তহবিলে দান করুন। কত টাকা দিলেন, সেটা বড় কথা নয়। যার যে–টুকু সামর্থ্য, সেইটুকুই দিন। বিপর্যস্ত মানুষগুলোকে সাহায্য করাটাই এখন সকলের লক্ষ্য হওয়া উচিত।’
এদিকে, আমফানে মৃত্যুর সংখ্যা বাড়ছে বাংলায়। সমস্ত জায়গা থেকে পুরো খবর এখনও এসে পৌঁছয়নি। তারই মধ্যে যে–টুকু খবর পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, আমফানে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৬। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আমফানের তাণ্ডবে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২২ জন, গাছ পড়ে ২৭ জন, দেওয়াল চাপা পড়ে ২১ জন, ছাদ ভেঙে পড়ে ৩ জন, জলে ডুবে ৩ জন, সাপের কামড়ে ১ জন এবং আতঙ্কে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্তের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার বলে রাজ্য সরকারের তরফে মনে করা হচ্ছে। ঘরবাড়ি ভেঙেছে ১০ লক্ষেরও বেশি।
পাশাপাশি, এখনও কলকাতা শহর জুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে ছোট–বড় অসংখ্য গাছ। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আমফানের তাণ্ডবে শহরে পাঁচ হাজারের মতো গাছ ভেঙে পড়েছে। গাছ পড়ে যাওয়ার কারণেই বিদ্যুৎ পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তিনি জানান, এ ছাড়া বহু ল্যাম্পপোস্টও রাস্তায় ভেঙে পড়েছে। সাতদিনের মধ্যে শহরকে স্বাভাবিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।