শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
 
							
							 
                    ওয়েব ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এনসিপি, জামায়াতে ইসলামী এবং বিএনপি এই তিন দল মিলে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। অথচ এখন আপনারা আমাদেরকে, আমাদের নেতাকে তিরস্কার করছেন। আমরা যদি নিজেরা বিভেদ সৃষ্টি করি, তাহলে কিন্তু পতিত ফ্যাসিস্টরা আবার জেগে উঠবে। চুপ করে থাকা এই ফ্যাসিস্টরা যদি জেগে ওঠে, আর আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমরা তাদের সাথে পেরে উঠব না।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নাটোর শহরের কানাইখালী এলাকায় জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে জেলা ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান সরকারকে সকল ক্ষেত্রে সমর্থন দিয়েছেন। গত ১০ মাস যাবত উনি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছেন। অথচ গত কয়েকদিন যাবত আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে অপপ্রচার করা হয়েছে। শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা হয়েছে।
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দুলু বলেন, গোপালগঞ্জে এনসিপির সদস্যদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
দেশের সকল রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা অতি দ্রুত বসে, দেশে চলমান ষড়যন্ত্র কীভাবে প্রতিহত করা যায় তার ব্যবস্থা করেন। গণতন্ত্রের জন্য গত ১৭ বছর আমাদেরকে কষ্ট করতে হয়েছে। এবার যদি আবারও গণতন্ত্র কোনো ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যায় তাহলে জানি না আরও কত বছর অপেক্ষা করতে হবে।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলামের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।