স্পোর্টস ডেস্ক: ভারতের ডেরায় ভারতকে হারানোটা আফগানিস্তান কেবল হয়তো কল্পনাতেই ভেবেছিল। বাস্তবে সেটার আর প্রতিফলন ঘটাতে পারেনি। দিল্লি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দারুণ ব্যাটিং করেছিলেন আফগানরা। কিন্তু শেষের দিকে খেই হারিয়ে ফেলেন তারা। যেখানে একটা সময় মনে হচ্ছিল তারা ৩০০ এর বেশি করবেন, সেখানে মাত্র ২৭২ রান করতে পারেন ৫০ ওভারে। এখানেই নিজেদের সমস্যা দেখছেন অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি।
ম্যাচ শেষে পরাজিত অধিনায়ক হয়ে কথা বলতে এসে তিনি বলেন, ‘আমরা জানতাম ভারতের ব্যাটিং লাইনআপ অনেক লম্বা। আমাদের ৩০০ করার চিন্তা ছিল। কিন্তু আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলি। ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট ছিল এটি। আমরা আরও রান করতে চেয়েছিলাম যাতে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারি। কিন্তু পরপর উইকেট পড়ে যাওয়ায় সম্ভব হয়নি।’
দল খারাপ খেললেও ঠিকই রান পেয়েছেন অধিনায়ক শাহিদি। তাকে যোগ্য সঙ্গও দিয়েছিলেন আজমতউল্লাহ। শাহিদি ৮০ ও আজমতউল্লাহ ৬২ রান করেন। নিজেদের জুটি সম্পর্কে তিনি বলেন, ‘তিন উইকেট পড়ে যাওয়ার পর আমি ও আজমতউল্লাহ দায়িত্ব নিয়েছিলাম। ডট বলের দিকে তাকাইনি। আমাদের লক্ষ্যই ছিল জুটি গড়া। আমাদের আরও ৭টি ম্যাচ বাকি আছে। আশা করছি, ভুল থেকে শিক্ষা নিয়ে পরেরগুলো ভালো করতে পারবো।’