সরকারের মদদে ফেসবুকে জিয়া পরিবার ও বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার নিজের নামেও ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন ফখরুল।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ফেসবুকে ইদানিং আমার নিজের নামেও ফেক অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন রকমের প্রচারণা চালানো হচ্ছে। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের নামেও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা প্রচারণা চালানো হয়। আমরা এটার আগেও নিন্দা জানিয়েছি, আজও নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমার মনে হয়, এই বিষয়টার সঙ্গে পুরোপুরিভাবে সরকারের মদদ রয়েছে এবং সরকারের মদদপুষ্ট দুস্কৃতকারীরা এসব ঘটনা ঘটাচ্ছে।’
ফখরুল আরও বলেন, ‘একদিকে তারা ভুয়া ফেসবুকে বিভিন্ন ব্যক্তি, দলের নামে অপপ্রচার চালায়। আবার সত্য খবর প্রকাশ ঠেকাতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করে মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে দিয়েছে। সাংবাদিকদের ন্যূনতম লেখার স্বাধীনতা হরণ করেছে। যারা একটু-আধটু লিখতে যাচ্ছে, তাদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
এ সময় তিনি খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবু তৈয়ব মুন্সির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে খুলনা সিটি করপেরেশনের মেয়রের দায়ের করা মামলায় গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে এই আইনে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি জানান ফখরুল।