1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

“আমি এক অবলা নারী“ :ফারহানা ববি

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬০১ Time View

 আমি এক অবলা নারী

আমি এক অবলা নারী ….
অবলার মুখোশ পরে সকল কুটিলতা কে সগৌরবে গর্ভে ধারন করেছি ।

প্রিয় বান্ধবীর বেশে……….
অসুখী বান্ধবীর কাছে নিজের দু আনা সুখটাকে রং লাগিয়ে ষোল আনা বানিয়ে দম্ভ করেছি , শুধু তাই নয় আমার সুখে র গল্পে ওর মলিন মুখটা দেখে আড়ালে মুখ টিপে হেসেছি ।

একজন সুশীল শিক্ষিতা নারী হয়ে …..,.
পুরুষ মানুষ বউ ছাড়া থাকতে পারে না বলে মাঝবয়সী বিপত্নীক একজন ধামরা কে কচি একটা বউ নিয়ে আসার সকল আয়োজন করে দিয়েছি , আর এদিকে কুড়ি তে বিধবা হওয়া মেয়েটাকে অপয়া অলক্ষী বলে আমি ই চূর্ন বিচূর্ন করেছি ।

কারো র ঘরের ঘরনী হয়ে ……
ছেলের চোখে মমতাময়ী মা কে অসহ্য বানিয়ে ছেড়েছি , শুধু তাই নয় কখনও বা বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌছে দিয়েছি ।

রান্না ঘর ছেড়ে দেওয়া শাশুড়ি হয়ে ……
বউমা কয়বার কয়পদ দিয়ে কতটুকু ভাত খেয়েছে তার হিসাবটা ঠিকঠাক রেখেছি , মা ন্যাওটা ছেলেটার কাছে বউয়ের বদনাম করতে করতে তা ডিভোর্স পর্যন্ত গড়িয়েছি ।

দুষ্টু মিষ্টি ননদিনী হয়ে….
ভাবীর খুব ছোটখাট ভুলগুলি সবার সামনে উন্মোচন করেছি , মা কে রেগুলার ডিরেকশান দিয়ে ভাবী র জিনা পুরাই হারাম করে দিয়েছি ।

কখনও বা ভাবী হয়ে
বাপ মরা ননদের পিছনে লেগেছি …. অবিবাহিত বোন যে অনেক বেশি ভারী এটা বুঝাতে বুঝাতে খাওয়া পরার খোটাও দিয়েছি।

ভাইয়ের আদুরে বোন হয়ে……
ভাইটার সকল সময় ,মনোযোগ আর মাইনে কাড়তে সত্য মিথ্যা ছলনা করেছি ।

গর্ভধারিনী মা হয়ে
আস্ত ডিম টা ছেলে আর অর্ধেকটা ডিম মেয়ের পাতে দিয়ে মায়ের মমতা কে প্রশ্নবিদ্ধ করেছি ।

একজন অবলা নারী হয়ে ……
সাবলম্বী একটা মেয়েকে টেনে হিচড়ে নিচে নামাতে ফালতু কথার ফুলঝুড়ি নিয়ে আটঘাট বেঁধেছি ।

মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু একথা টা আমি , আমরা বারবার হাজার বার প্রমান করেছি।

 

লেখিকা:ফারহানা ববি

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..