1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

“আমি হয়তো মানুষ নয়” ✍️রাজু আহম্মেদ

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৪১ Time View
আমি হয়তো মানুষ নয়
কলমে:রাজু আহাম্মেদ
আমি হয়তো মানুষ না,
দুটি হাত,দুটি পা,দুটি চোখ,নাকমুখ সব থাকলেও,
মানুষের সাথে বসবাস করলেও,
আমি হয়তো মানুষ না।
মানুষ হলে,আমার সুবিবেচক মস্তিষ্ক থাকত,
আবেগ,অনুভূতি গুলো কাজ করত,
মানুষ হলে,স্বার্থপর বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হতাম না,
রৌদ্রের মাঝে অসহায়,রোগা মানুষটি আমার চোখে পড়ত,
পথশিশুর পরনে ঈদে নতুন জামা জুটত।
আমি হয়তো মানুষ না,
মানুষ হলে,পাঁচ-দশটাকার জন্য ঘামেভেজা রিকশাওয়ালার সাথে তর্কে জড়াতাম না,
হাটে-বাজারে দর কষাকষি করতাম না।
মানুষ হলে,পাশের বাসার কর্মহীন প্রতিবেশী অভুক্ত থাকত না,
আলেফা বেগমের ছ’বছরের মেয়েটি দু’বেলা ভাতের জন্য,ডাক্তারবাবুদের বাড়ি কাজে যেত না।
কাঁধে ব্যাগ ঝুলিয়ে,
সে’উ রোজ স্কুলে যেত,মাথায় চপচপে তেল মেখে।
আমি হয়তো মানুষ না,
মানুষ হলে,আমার বৃদ্ধ মা-বাবা বৃদ্ধাশ্রমে কিংবা গ্রামে একলা একা পড়ে রইত না,
রোজ পাটশাক ভাতে দিন যেত না,
আদরের ছোট ভাই’টি দু’শতক জমির জন্য পর হয়ে যেত না।
মানুষ হলে,আমার ছোট বোনটি রাস্তায় লাঞ্চিত,নির্যাতিত হত না,
এ ভাই’টির জন্য তার মনের কোণে ঘৃণার জন্ম নিত না,
সেখানে কেবলই শ্রদ্ধা, সম্মান বিরাজ করত।
আমি হয়তো মানুষ না,
মানুষ হলে,ফিলিস্তিন,মিয়ানমার,চীন বা ভারতের দিল্লিতে নিপীরিত মুসলিমদের চোখে জল ঝড়ত না,
ভেঙ্গে ফেলা হত না মসজিদ,
প্রতিবাদ করতাম,লড়তাম ভাইয়ের অধিকার আদায়ের জন্য।
মানুষ হলে,অলিগলিতে চেম্বার গড়ে উঠত না,
গার্মেন্টস কর্মী,দিনমজুর, হোটেলবয়,কৃষক,ফেরিওয়ালা সর্ব সাধারণ তাদের প্রাপ্য মূল্য পেত,
শিক্ষার্থীকে ভোরবেলা ছুটতে হত না প্রাইভেট ক্লাসে।
আমি হয়তো মানুষ না,
মানুষ হলে,দূর্যোগ মহামারীতে নিশ্চিন্তে ঘরের কোণে বসে থাকতাম না,
নিয়মমেনে তিনবেলা খাবার কিংবা টয়লেট সারতাম না,
অসহায়, অনাহারে থাকা মানুষটির খোঁজ নিতাম।
আমি হয়তো মানুষ না,
মানুষ হলে,কলমখাতা নিয়ে এসব কখনোই লিখতে বসতাম না,সামাজিক যোগাযোগ মাধ্যমে অকারণেই ব্যস্ত থাকতাম না,
বরং কাজ করতাম,পরিশ্রমী হতাম,
মানুষের পাশে দাঁড়াতাম,সাহস জোগাতাম,
সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতাম।
আমি হয়তো মানুষ না।
লেখক :
রাজু আহাম্মেদ
উচ্চমাধ্যমিক ২য় বর্ষ,
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..