ওয়েব ডেস্ক রিপোর্টঃ আজ আয়ারল্যান্ডের বালিহানস চার্চে সকাল ১০ ঘটিকার সময় উচ্চস্বরে আজানের মধুর ধ্বনিতে মুখরিত ছিল এবং রেডিওতে ও সরাসরি সম্প্রচারিত হয়। বালিহানস মুসলিম কমিউনিটি এই উদ্যোগ গ্রহণ করেন তারা আয়ারল্যান্ডে বসবাসরত সকল মুসলিমদের আহব্বান জানান বিকেল ৪ ঘটিকার সময় সবাই যেন যার যার বাসার সামন থেকে আজান দেন এবং সকল আইরিশসহ বিশ্ববাসীর রোগমুক্তির জন্য দোয়া করেন।