ওয়েব ডেস্ক: গত ১২ই আগষ্ট ছিল আন্তর্জাতিক যুব দিবস। এ দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আরএইচস্টেপ এর আয়োজনে রাজধানীর মিরপুরে ইউসেপ টেকনিক্যাল স্কুলে বর্নাঢ্য র্যালি, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরএইচস্টেপ এর প্রোগ্রাম কনসাল্টেন্ট মোঃ মাসুদুল হক উপস্থিত যুবাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের যুবাদের জন্য রয়েছে অপার সম্ভাবনা এবং একই সাথে জলবায়ু পরিবর্তনের জন্য রয়েছে অনেক ঝুঁকি। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের উপকুলিয় অঞ্চলের কিশোরকিশোরী ও নারীরা নানা মুখি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে যার মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য ঝুঁকি অনেক। যুবাদের উচিৎ এবারের আন্তর্জাতিক যুব দিবস এর প্রতিপাদ্য বিষয়কে (Green Skills for Youth: Towards a Sustainable World) মাথায় রেখে নিজেকে প্রস্তুত করা। একটি টেকসই জনগোষ্ঠী গঠনে দক্ষতা অর্জন যেমন জরুরি, ঠিক তেমনি যৌন ও প্রজনন স্বাস্হ্য ঠিক রাখাও জরুরি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্র্যাক এর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক বিশেষজ্ঞ, জিসান মাহমুদ, আরএইচস্টেপ এর সহকারি ব্যাবস্থাপক (রিসার্চ), তিথি রানি সরকার, প্রকল্প কর্মকতা নাভিরা আজমি, ইউসেপ বাংলাদেশ এর ফ্যাসিলিটেটর সামস-ই-আফরোজ সহ আরও অনেকে।
বর্নাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনির মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।