1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

আরও এক পেসারকে হারাল শ্রীলঙ্কা

  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ওঠার লক্ষ্যে বাছাইপর্বে খেলছে শ্রীলঙ্কা। যেখান থেকে ইতোমধ্যে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নিজেদের বিদায় নিশ্চিত করেছে। লঙ্কানরা সেই তুলনায় বেশ ভালো অবস্থানে থাকলেও, চোটের কারণে ভুগছে তারা। দুশমন্থ চামিরার পর এবার দলের প্রধান পেসার লাহিরু কুমারাও বাছাইপর্বের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।

বিশ্বকাপ বাছাইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে শীর্ষে আছে তারা। আজ (২ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে দলটি সুপার সিক্সে নিজেদের প্রথম লড়াইয়ে নামবে। এর মধ্যে বিজয়ী দল ওঠে যাবে বিশ্বকাপের মূলপর্বে। কেননা বাছাইয়ে গ্রুপপর্বের সবকটি ম্যাচ জিতে দুই গ্রুপ থেকে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষেে চোট পান লঙ্কান পেসার লাহিরু কুমারা। ফলে সেই ম্যাচে তিনি মাত্র ২ ওভার করতে পারেন। সাইড স্ট্রেইনে ভুগে জিম্বাবুয়েতে চলতি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন তিনি। ইতোমধ্যে তার বদলিও নিয়েছে শ্রীলঙ্কা। গতকাল (১ জুলাই) এক বিবৃতিতে লঙ্কান দলে লাহিরুর বদলে স্পিন অলরাউন্ডার সাহান আরাচিগে পরিবর্তনের খবর জানিয়েছে আইসিসি।

এর আগে ট্রেনিং সেশনে পাওয়া চোটে বাছাইপর্ব থেকে ছিটকে যান দুশমন্থ চামিরা। তার জায়গায় দলে নেওয়া হয় দিলশান মাদুশঙ্কাকে।

এদিকে, লাহিরুর পরিবর্তে দলে ডাক পাওয়া সাহানের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। সবশেষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুই ফিফটিসহ ৪৫ গড়ে ১৩৫ রান করেন সাহান। বল হাতে নেন ৩টি উইকেট। এছাড়া লিস্ট ‌‘এ’ ক্রিকেটে ৬৬ ম্যাচে ১২ ফিফটিসহ ত্রিশ ছুঁইছুঁই গড়ে ১ হাজার ৪৫৮ রান করেছেন ২৭ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার। একইসঙ্গে তার শিকার ৩৮ উইকেট।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..