নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে রোববার আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের একজন মাওলানা মোহাম্মদ ওসমান। তিনি আবুধাবির বানিয়াছে একটি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
জ্বর-কাশি বেড়ে গেলে ওসমান নিজেই গাড়ি ড্রাইভ করে স্থানীয় মাফরাক হাসপাতালে ভর্তি হন এবং সেখানে ইন্তেকাল করেন। তার দেশের বাড়ি নোয়াখালী জেলায়। মারা যাওয়া আরেকজন হলেন দুবাই উত্তর আমিরাতের ফুজিরা প্রবাসী কাজী মোহাম্মদ সেলিম। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের মোয়াজ্জেম বাড়ির মরহুম কাজী তোফায়েল আহমেদের বড় পুত্র। হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ দিন পূর্বে ফুজিরার একটি হাসপাতালে ভর্তি হন। ডাক্তারি পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৬টায় তিনি ইন্তেকাল করেন।
করোনা পজিটিভ আসায় ২ প্রবাসী বাংলাদেশির লাশ নিয়ম অনুযায়ী আরব আমিরাতেই দাফন করা হবে।