স্পোর্টস ডেস্ক: সবশেষ হালনাগাদকৃত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে স্বস্তিতে নেই লিওনেল মেসিরা। কেননা তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স। দুই দলের মধ্যকার ব্যবধান কম মাত্র ০.১৯ পয়েন্ট।
বৃহস্পতিবার (২৯ জুন) নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার পয়েন্ট ১৮৪৩.৭৩। অন্যদিকে কিলিয়ান এমবাপের ফ্রান্সের পয়েন্ট ১৮৪৩.৫৪। চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় তারা। এরপরেরটিতে একই ব্যবধানে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে জেতে আকাশী নীলরা।
অন্যদিকে চলতি জুনে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুইটি ম্যাচে জেতে ফরাসিরাও। জিব্রাল্টার ও গ্রিসকে তারা হারায় যথাক্রমে ৩-০ ও ১-০ গোলে। যদিও র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। তৃতীয় স্থান ধরে রেখেছে ব্রাজিল। যদিও প্রথম প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর দ্বিতীয়টিতে সেনেগালের কাছে ৪-২ গোলে হেরে যায় তারা।
এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছে ইংল্যান্ড। পাঁচে নেমে গেছে এক ধাপ অবনতি হওয়া বেলজিয়াম। ক্রোয়েশিয়ার উন্নতি হয়েছে এক ধাপ। তারা রয়েছে ষষ্ঠ স্থানে। নেদারল্যান্ডস এক ধাপ পিছিয়ে সাতে অবস্থান করছে।
র্যাঙ্কিংয়ের সেরা দশে রয়েছে ইতালি, পর্তুগাল ও স্পেন। তারা রয়েছে যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও উরুগুয়ে যথাক্রমে ১৫ ও ১৬ নম্বরে আছে।