স্পোর্টস ডেস্ক: চীনের হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়াম নানা রঙে রঙিন। স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) উদ্বোধনী অনুষ্ঠান। ঘণ্টা তিনেক আগেই অলিম্পিক সেন্টারের গ্যালারি প্রায় পরিপূর্ণ।
হাংজুতে গত কয়েকদিন ধরেই বৃষ্টি ঝরছে। বাংলাদেশের মতো অঝোর ধারায় নয়, টিপটিপ করে প্রায় সার্বক্ষণিক-ই। আজ (শনিবার) বিকেল থেকে অবশ্য আকাশটা বেশ পরিষ্কার। এরপরও আয়োজক কমিটি গ্যালারিতে আগত দর্শকদের ওয়ানটাইম রেইন-কোট দিয়েছে।
স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চারটি জায়ান্ট স্ক্রিন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিভিন্ন গানে মুখরিত রয়েছে অলিম্পিক সেন্টার। বাচ্চারা বল নিয়ে কসরতও দেখিয়েছে। মাঠকে নীল ও সাদা দুই রংয়ে রাঙানো হয়েছে। এক কোণে করা হয়েছে কয়েক ধাপের মঞ্চ। আয়োজক কমিটি নিখুঁত অনুষ্ঠান সম্পাদনের জন্য শেষ মুহূর্তেও নিজেদের ঝালিয়ে নিতে ব্যতিব্যস্ত। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি ১ ঘণ্টা ৫৫ মিনিট।
গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ কন্টিনজেন্ট ইতোমধ্যে উদ্বোধনী ভেন্যুতে এসেছে। দুই শতাধিকের বেশি কন্টিনজেন্টের দলনেতা হিসেবে রয়েছেন একে সরকার। বাংলাদেশ দলের পতাকা বহন করবেন দাবাড়ু নিয়াজ মোর্শেদ ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।