ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের আলোচিত সাবেক কর্মকর্তা ও সোভিয়েত গুপ্তচর জর্জ ব্লেক রাশিয়ায় মৃত্যুবরণ করেছেন। শীতল যুদ্ধের সময় এই গুপ্তচর ‘ডাবল এজেন্ট’ হিসেবে সোভিয়েত ইউনিয়নের পক্ষে এমআইসিক্সে কাজ করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
যুক্তরাজ্যের দাবি, ১৯৫০ এর দশকে ব্লেক পূর্ব ইউরোপে কর্মরত শতাধিক পশ্চিমা এজেন্টদের পরিচয় ফাঁস করে দিয়েছেলন। তার বিশ্বাসঘাতকতার ফলে এদের মধ্যে কয়েকজন মৃত্যুর শিকার হন।
১৯৬০ সালে জর্জ ব্লেককে কারাদণ্ড দেয়া হয়। তবে ১৯৬৬ সালে তিনি পালিয়ে গিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা ব্লেকের মৃত্যুর প্রতিক্রিয়ায় বলেছে, ‘আমাদের দেশের জন্য ব্লেকের সত্যিকার ভালোবাসা ছিল।’
জর্জ ব্লেক ১৯২২ সালের ১১ নভেম্বর নেদারল্যান্ডসের রটারডামে জন্মগ্রহণ করেন। তারা বাবা ছিলেন একজন স্প্যানিশ ইহুদি যিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করেন এবং ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড নিয়ন্ত্রিত জিব্রাল্টারে পালিয়ে যাওয়ার আগে ব্লেক নাৎসি বাহিনীর বিরুদ্ধে নেদারল্যান্ডে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এরপর তাকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থায় কাজ করার প্রস্তাব দেয়া হয়।
বিবিসিকে দেয়া ১৯৯০ সালের এক সাক্ষাৎকারে ব্লেক বলেন, তিনি ৫০০ এর বেশি পশ্চিমা গুপ্তচরের পরিচয় ফাঁস করে দিয়েছিলেন। তবে তার কর্মকাণ্ডের ফলে ৪২ জন জীবন হারান এমন অভিযোগ তিনি অস্বীকার করেন।
ব্লেকের কর্মকাণ্ড ফাঁস হয়ে পড়ে যখন পোল্যান্ডের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা মাইকেল গোলেনিয়েস্কি তার উপপত্নীকে নিয়ে পশ্চিমে পালিয়ে যান। সঙ্গে তিনি এক সোভিয়েত গুপ্তচরের বিস্তারিত তথ্যও নিয়ে যান।
এরপর ব্লেককে লন্ডনে ডেকে পাঠানো হয় ও গ্রেফতার করা হয়। বিচারে সোভিয়েত ইউনিয়নকে তথ্য পাচারের অভিযোগে তিনি অভিযুক্ত হন। ১৯৯৫ সালে ব্লেক পশ্চিম লন্ডনের এইচএম প্রিজন ওর্মউড স্কার্বস কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
মৃত্যুর আগ পর্যন্ত ব্লেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ায় থেকেছেন। সেখানে তাকে বীরের সম্মান দেয়া হত।
১৯৯১ সালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ব্লেক বলেন, তিনি মনে করতেন পৃথিবী সমাজতন্ত্রের প্রাক্বালে রয়েছে। ‘এটি এমন এক আদর্শ, যা অর্জন করার মতো যোগ্যতা এটি বহন করে,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘এরকম একটি সমাজ গড়তে যতভাবে সহযোগিতা করা যায় আমি করেছি, আমি ভেবেছিলাম এটি হবে। এটি সম্ভবপর তা প্রমাণিত হয়নি কিন্তু আমি মনে করি এটি একটি মহান আদর্শ এবং মানবসমাজ এর দিকে আবার ফিরে আসবে।’
ব্লেকের ঘটনার ওপর ভিত্তি করে ব্রিটিশ নাট্যনির্মাতা সিমন গ্রে ‘কল মেটস’ নামে একটি নাটক রচনা করেন। ২০১৫ সালে বিবিসি ব্লেককে নিয়ে ‘মাস্টারস্পাই অব মস্কো’ শিরোনামে একটি ডকুমেন্টারিও নির্মান করেছে।
সূত্র: বিবিসি ও রয়টার্স