মাগফেরাতের দশকের প্রথম রোজা আজ। এ দশক আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার শ্রেষ্ঠ সময়। যারা ক্ষমা অর্জন করতে পারবে তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তিও হবে সহজ। সুতরাং আল্লাহর রাগ ও আজাব থেকে নিজেদের মুক্ত করার পাশাপাশি বাবা-মার জন্য মাগফেরাত কামনাসহ বেশিকিছু দোয়া তুলে ধরা হলো-
اَللَّهُمَّ حَبِّبْ اِلَيَّ فِىْهِ الْاِحْسَانَ وَ كَرِّهْ فِيْهِ الْفُسُوْقَ وَ الْعِصْيَانَ وَ حَرِّمْ عَلَىَّ فِيْهِ السَّخَطَ وَ النِّيْرَانَ بِعَوْنِكَ يَا غِيَاثَ الْمُسْتَغِيْثِيْنَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়্যা ফিহিল ইহসানা ওয়া কাররিহ ফিহিল ফুসুক্বা ওয়াল ইসইয়ানা ওয়া হাররিম আলাইয়্যা ফিহিস সাখাত্বা ওয়ান নিরানা বিআওনিকা ইয়া গিয়াছাল মুসতাগিছিন।’
অর্থ : ‘হে আল্লাহ! আজকের দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও; আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় করে দাও এবং আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে প্রার্থনাকারীদের আবেদন শ্রবণকারী।’
> বাবা-মাসহ আরও যেসব দোয়া পড়া হবে আজ-
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ : ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা’
অর্থ : ‘হে আমার প্রভু! তাদের উভয়ের প্রতি রহম কর, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাঈল : আয়াত ২৪)
> রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়ার দোয়া-
رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا
উচ্চারণ : ‘রাব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিঝনি মুখরাঝা সিদকিও ওয়াঝআললি মিল্লাদুংকা সুলতানান নাসিরা।’
অর্থ : ‘হে পালনকর্তা! আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য।’ (সুরা বনি ইসরাঈল : আয়াত ৮০)
> অসহায় অবস্থায় আল্লাহর সাহায্য কামনা-
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
উচ্চারণ : ‘রাব্বানা আতিনা মিল্লাদুংকা রাহমাতাও ওয়া হাইয়িই লানা মিন আমরিনা রাশাদা’
অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! নিজের কাছ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।’ (সুরা কাহফ : আয়াত ১০)
> নিজের ভুলে ও গাফলতিতে সাহায্য কামনা-
لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا
উচ্চারণ : লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহাক্বনি মিন আমরি উসরা’
অর্থ : ‘আমাকে আমার ভুলের জন্যে অপরাধী করবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না।’ (সুরা কাহফ : আয়াত ৭৩)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের দ্বিতীয় দশকে রোজা পালনের পাশাপাশি মাগফেরাত লাভে তারাবিহ নামাজ আদায় এবং তার রাগ ও শাস্তি থেকে নিজেদের রক্ষায় তার কাছে রোনাজারি করার তাওফিক দান করুন। আমিন।