প্রত্যয় ডেস্ক: মালয়েশিয়ায় রায়হান কবিরের গ্রেফতারের সমালোচনা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ওই সংবাদমাধ্যমেই অভিবাসী কর্মীদের ওপর নিপীড়নমূলক আচরণ নিয়ে সাক্ষাৎকার দেওয়ার কারণেই গ্রেফতার হন রায়হান। অফিশিয়াল টুইটার পাতায় দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিয়েছে আল জাজিরা।
গত ৩ জুলাই আল-জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদনে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের বিরূপ আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে নেওয়া হয় ১৪ দিনের রিমান্ডে।
আল জাজিরার বিবৃতিতে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা মৌলিক মানবাধিকার। সে কারণেই তারা রায়হান কবিরের গ্রেফতারকে উদ্বেগজনক মনে করছে কারণ রায়হান কণ্ঠহীন ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছিল। বিবৃতিতে বলা হয়, আল জাজিরা একটি মৌলিক মানবাধিকার হিসেবে মত প্রকাশের স্বাধীনতার প্রতি এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। একে অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ নাই।
রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দরে। তার বাবা শাহ আলম একটি পোশাক কারখানায় চাকরি করেন। ২০১৪ সালে তোলারাম কলেজে থেকে উচ্চমাধ্যমিক পাস করে মালয়েশিয়া চলে যান রাহয়ান।