স্পোর্টস ডেস্ক: পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের সম্পর্কটা নড়বড়ে হতেই ফরাসি তারকাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অনেক ক্লাব। ২৪ বছরের এই তরুণকে নিজেদের দলে ভেড়াতে অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছিল সৌদি ক্লাব আল-হিলাল। বিশ্বকাপ জেতা এই তারকাকে নিজেদের করে নিতে ১ বিলিয়ন ইউরোর বড় প্রস্তাব নিয়ে হাজির হয় তারা। যদিও এমন প্রস্তাবে কোনো আগ্রহ দেখাচ্ছেন না এমবাপে।
এমনকী আল হিলাল কর্মকর্তাদের সঙ্গে দেখা করতেও অস্বীকৃতি জানিয়েছেন ফরাসি এই তারকা। ফরাসি দৈনিক লেকুইপে জানিয়েছে, বুধবার ফরাসি তারকার সঙ্গে আলোচনা করতে প্যারিসে এসেছেন আল হিলালের একটি প্রতিনিধি দল। তবে ক্লাবটির প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের আলোচনাই করতে চাচ্ছেন না এমবাপ্পে।
পত্রিকাটির প্রতিবেদনের সূত্র ধরে জানা গেছে, জেনিথ সেইন্ট পিটার্সবার্গ থেকে ব্রাজিলিয়ান ম্যালকমকে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে সৌদি ক্লাবের কর্মকর্তারা প্যারিসে এসেছেন। সেই সঙ্গে এমবাপের বিষয়টিও তাদের আলোচনার এজেন্ডায় রয়েছে। কিন্তু তাদের এই এজেন্ডা সফল হয়নি বলে লেকুইপের দাবি।
এ সম্পর্কে তারা বলেছেন, ‘২৪ বছর বয়সী এমবাপে তাদের সঙ্গে কোনো আলোচনা করতে চায়নি। লেস ব্লুজদের অধিনায়ক কখনই এই ক্লাবে যাওয়া বা আলোচনা করা নিয়ে কোনো ধরনের আগ্রহ দেখায়নি।’
এমবাপের পক্ষ থেকে কোনো ধরণের আগ্রহ না দেখালেও পিএসজি এই ফরোয়ার্ডের সঙ্গে আলোচনা করতে রিয়াদের ক্লাবটিকে অনুমতি দিয়েছে পিএসজি। প্যারিস জায়ান্টসদের সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে। যে কারণে আগামী গ্রীষ্মে ফ্রি টান্সফারে ছাড়ার চেয়ে এবারই কিছু একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে নাসের আল খেলাইফির দল।