নিজস্ব প্রতিবেদক: সময়ের জনপ্রিয় নির্মাতাদের একজন ওসমান মিরাজ। বরাবরই নির্মাণ করেছেন সব দর্শকপ্রিয় নাটক। এরই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন রোমান্টিক কমেডি ধাঁচের একক নাটক ‘জ্ঞানজ্যাম’।
নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা সৈয়দ জামান শাওন এবং সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মুমতাহিনা চৌধুরী টয়া এবং জুটি বেঁধে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া এবং আয়েশা নাফিসা। নাটকটি’তে এই জুটি দুইটিকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন নুফা,সুমাইয়া আর্পা,সোহানুর রহমান সোহাগ ,জান্নাত আফরিন সহ আরও অনেকেই।
‘জ্ঞানজ্যাম ‘ নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল।ইতিমধ্যেই উত্তরায় সম্পূর্ণ হয়েছে নাটকটির শুটিং।
নাটকটি সম্পর্কে নির্মাতা ওসমান মিরাজ বলেন, আমি বরাবরই দর্শকদের জন্য কাজ করি। এটাও তার ব্যতিক্রম না। গল্পটা অনেক সুন্দর । আমি নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি গল্পটাকে। দর্শকরা ও গল্পটাকে সুন্দর ভাবেই নিবে আশা রাখছি। গল্পটাতে যেমন কমেডি পাবেন দর্শকরা তেমনি শিক্ষণীয় কিছু বিষয় আছে যেটা দশর্করা দেখলেই সেটা বুঝে যাবে।
এই নাটকটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সোহানুর রহমান সোহাগ এবং মুরসালীন বাপ্পি।
নাটকটির চিত্রগ্রহন করেছেন মেহেদী রনি।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নাটকটি পোস্টার। ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। সিডি চয়েজ এর ব্যানারে নাটকটি সিডি চয়েজ ড্রামা ইউটিউব চ্যানেলে খুব শীগ্রই মুক্তি পাবে।