দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাননন্দি দেননি পুলিশের দাবিকৃত ‘মূল আসামি’ রবিউল ইসলাম। ফলে আবারো তাকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় তাকে। নিময় অনুয়ায়ী আদালতে নিয়ে আসার পর ৩ ঘণ্টা সময় দিতে হয়। সে হিসেব অনুয়ায়ী দুপুর আড়াইটার সময় জবানবন্দি শুরু হওয়ার কথা। স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন না করে মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফর আদালতের কাছে পুনরায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে দিনাজপুর আমলি আদালত-৭ এর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত থেকে সরাসরি রবিউল ইসলামকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবদের জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া হলো।