1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ড: চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডে নিহত চার জনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে বলেছেন আদালত।

ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে করা পৃথক পাঁচটি রিট আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে বুধবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ, নিয়াজ মোহাম্মদ মাহবুব, সাহিদা সুলতানা শিলা ও অনীক আর হক। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও তানজিব উল আলম।

রিটকারীদের একজন আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহবুব বলেন, ‘আগুনে নিহত মোঃ মনির হোসেনের পরিবারকে ইতোমধ্যে ২০ লাখ টাকা দিয়ে সমঝোতা করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।’

‘কিন্তু আদালতের নির্দেশে এখন তাদের বাকি চার জনের পরিবারকে ৩০ লাখ টাকা করেই দিতে হবে’, বলেন তিনি।

প্রসঙ্গত, গত ২৭ মে ইউনাইটেড হাসপাতাল চত্বরে করোনা রোগীদের চিকিৎসার জন্য তাঁবু টাঙিয়ে স্থাপন করা অস্থায়ী ইউনিটে আগুনে লেগে চিকিৎসাধীন ভারনন এ্যান্থনী (৭৪), মোঃ মাহবুব (৫০), মোঃ মনির হোসেন (৭৫), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৪৫) নামে ৫ জন প্রাণ হারান।

পরে গত ৩০ মে ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন আইনজীবী নিয়াজ মাহমুদ।

ওই রিটের শুনানির পর অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের আইজি, ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ ও রাজউকের কাছে পৃথক পৃথক রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট। আদালতে দাখিল করা তিনটি প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার তথ্য উঠে আসে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..