1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ইউরোপের কোন অঞ্চলে অভিবাসীদের কর্মসংস্থানের হার কেমন

  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৭৬৫ Time View
জার্মান ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি

প্রত্যয় ওয়েব ডেস্ক : ইউরোপে বসবাসরত কর্মক্ষম অভিবাসীদের ৫৭ দশমিক দুই শতাংশ ২০২০ সালে কর্মসংস্থানে নিযুক্ত ছিলেন৷ এই হার সেখানকার জাতীয় ও ইইউ নাগরিকদের গড় হারের চেয়ে বেশ কম৷ ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট তথ্যটি প্রকাশ করেছে৷

হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ২০ থেকে ৬৪ বছর বয়সী নাগরিকদের ৭৩ ভাগই কর্মসংস্থানে নিযুক্ত ছিলেন৷ অন্যদিকে, অভিবাসীদের ক্ষেত্রে এই হার ৫৭ দশমিক দুই শতাংশ৷ তবে দেশ ও অঞ্চল ভেদে পরিসংখ্যানের যথেষ্ট পার্থক্য রয়েছে৷ যেমন, চেক রিপাবলিকের মোরাভিয়াতে ইউরোপের নাগরিক নন এমন অভিবাসীদের ৯৪ দশমিক সাত শতাংশই কাজে নিযুক্ত ছিলেন৷ দ্বিতীয় সর্বোচ্চ কর্মসংস্থানের হারটিও চেক রিপাবলিকেরই৷ দেশটির বোহেমিয়া অঞ্চলের এমন ৮৫ শতাংশ অভিবাসী কোন না কোন কাজে নিযুক্ত ছিলেন৷

অন্যদিকে, ৩৪টি অঞ্চলে অভিবাসীদের কর্মসংস্থানের হার ৫০ শতাংশের কম৷ এই হার ৪০ শতাংশেরও কম সাতটি অঞ্চলে৷ দক্ষিন আমেরিকায় ফ্রান্সের ছিটমহল গায়ানা, বেলজিয়ামের হেইনো ও লিয়েজ প্রদেশে অভিবাসীদের কর্মসংস্থানের হার ৩০ শতাংশের নিচে৷

ইটালিতে অভিবাসীদের গড় কর্মসংস্থানের হার ৬০ শতাংশ৷ এর মধ্যে সবার উপরে আছে দ্বীপ অঞ্চল সার্ডিনিয়া৷ সেখানে অভিবাসীদের ৭৯ শতাংশই কাজে নিযুক্ত৷ এরপরই রয়েছে লাৎসিও (৬৫%), ভেনেতো ও টসকানা (৬৩%)৷ দেশটিতে কর্মসংস্থানের হার সবচেয়ে খারাপ মোলিজে (৪২), বাজিলিকাটা (৪৮%) ও ক্যালাব্রিয়াতে (৫০%)৷

ইইউ নাগরিকদের কর্মসংস্থানের হার

ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের একটি বড় অংশ নিজ দেশের বাইরে জোটের অন্য দেশে চাকরি বা কর্মসংস্থানে নিযুক্ত রয়েছেন৷ এমন কর্মজীবীদের হার সবচেয়ে বেশি জার্মানির রাজ্য মেকলেবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়াতে৷ সেখানে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের ৯৫ দশমিক ছয় শতাংশ কর্মসংস্থানে নিযুক্ত৷ তাদের ৮৫ ভাগের উপরে কর্মসংস্থানের হার রয়েছে ১৩ অঞ্চলে৷ সেগুলো জার্মানির লোয়ার বাভারিয়া, ওবারফ্রাঙ্কেন, হামবুর্গ, চেক রিপাবলিকের উত্তর-পূর্ব, দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-পূর্ব অঞ্চল, প্রাগ ও মধ্য বোহেমিয়া, নেদারল্যান্ডসের ফ্লিভোল্যান্ড, মধ্য পর্তুগাল, মাল্টা, ডেনমার্কের জিল্যান্ড ও সুইডেনের স্টকহোম৷

অন্যদিকে আটটি অঞ্চলে ইউরোপের অন্যদেশের নাগরিকদের কর্মসংস্থানের হার ৫০ শতাংশের কম৷ এর মধ্যে রয়েছে, ইটালির সার্ডিনিয়া, সিসিলি, কাম্পানিয়া, বাজিলিকাটা ও ক্যালাব্রিয়া এবং গ্রিসের উত্তর ও মধ্যভাগ৷

সুত্র :ইনফোমাইগ্রেন্টস

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..