সিসিলিতে আটক সি-আই ৪ নামের জাহাজটি সেখানকার নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ ইটালির।
এক বিবৃতিতে ইটালির কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটি সেখানকার ২৩ ধরনের আইনের বরখেলাপ করেছে। এর মধ্যে এমন কিছু বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটেছে যে কারণে জাহাজটিকে পালেরমো বন্দরে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড৷
গত মাসে জাহাজটি চারশ’ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে সমুদ্র থেকে উদ্ধার করে সিসিলির অন্য একটি বন্দরে নিয়ে যায়৷ ইটালির কোস্টগার্ডের দাবি, জরুরিভিত্তিতে ২৭জনের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করার সক্ষমতা জাহাজটির নেই।
তবে সি-আইয়ের চেয়ারম্যান গোরডেন ইসলার বলেন, এমন যুক্তি সবসময়ই দেখানো হচ্ছে। ”জার্মান জাহাজ প্রায়ই অনেক ডুবন্ত মানুষকে উদ্ধার করে যাচ্ছে৷ কিন্তু এ ধরনের মানবিক উদ্ধার কাজে এই জাহাজটির সঠিক সার্টিফিকেট নেই৷”
সম্প্রতি জাহাজটির ১৫০ জন শিশুসহ ৪০৮ জনকে উদ্ধার করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ”আমাদের ক্যাপ্টেন যেভাবে উদ্ধারকাজ করে যাচ্ছে তা নজিরবিহীন।”
”তিনি সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বিপদের ঘটনা দেখে তাদের নিরাপদে উদ্ধার করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এ ঘটনা থেকে শিক্ষা নিতে পারে।”
তবে ইটালির কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটি তল্লাশি করা হচ্ছে কারণ এর নিরাপত্তার বিষয়ক ত্রুটি পর্যবেক্ষণ করা হয়েছে ১০ মাস আগে।
তল্লাশিতে জাহাজটির অনেক ত্রুটি ধরা পড়েছে। যেমন তারা শুধু নাবিকদের নিরাপত্তার বিষয় নিয়েই অবেহলা করছে না বরং যাদেরকে উদ্ধার করছে তাদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিচ্ছে না।
এদিকে ইসলারের অভিযোগ, সাগরে বেসকারি সংস্থাগুলোর কার্যক্রম ঠেকাতেই ইন্সপেকশন বা ত্রুটি পর্যবেক্ষণের বিষয়টি সামনে আনা হয়েছে।
সুত্র :ইনফোমাইগ্রেন্টস