1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ইতিহাসে আজ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ১৭৭ Time View

প্রত্যয় নিউজ ডেস্কঃ পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই।

আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া নানা ঘটনা-

ইতিহাস

১৭৯৩ – ফ্রান্স‌-এর হাত থেকে মেইনজ পুনরুদ্ধার করে প্রুশিয়া।

১৮২৯ – আমেরিকাতে উইলিয়াম অস্টিন বার্ড টাইপ রাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট তৈরী করেন।

১৮৮১ – আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারশন প্রতিষ্ঠি হয়।

১৮৯৩ – বঙ্গীয় সাহিত্য পরিষদের আদিরুপ বেঙ্গল একাডেমি অব লিটারেচার প্রতিষ্ঠিত হয়।

১৯০০ – প্রথম প্যান-আফ্রিকা সম্মেলন আয়োজন করা হয়।

১৯০৩ – ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করে।

১৯০৮ : ব্রিটিশ শাসনামলে ভারতে (মুম্বাই শহর) প্রথম রাজনৈতিক ধর্মঘট।

১৯২৭ – ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে।

১৯২৩ – মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লোজান চুক্তি (Traité de Lausanne) স্বাক্ষরিত।

১৯৫২ : মিশরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গামাল আবদুন নাসেরের ক্ষমতা গ্রহণ।

১৯৯৫ – হেল-বপ ধূমকেতু আবিষ্কৃত হয়।

২০০৭ – বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।

জন্ম

৬৪৫ – প্রথম ইয়েজিদ উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা।

১৮০৮ – হরচন্দ্র ঘোষ, উনিশ শতকের বাঙালি জজ।

১৮৫৬ – ভারতীয় মুক্তি সংগ্রামী বাল গঙ্গাধর তিলক।

১৮৯৮ – খ্যাতনামা কথাশিল্পী তারাশংকর বন্দ্যোপাধ্যায়।

১৯২৫ – বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

১৯৭৬ – ইয়েহুডিট পোল্‌গার, হাঙ্গেরীয় দাবাড়ু।

মৃত্যু

১৮৮৫ – ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।

১৯১৬ – স্যার উইলিয়াম রামসে, স্কটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী (জ. ১৮৫২)

১৯৯৯ : সাংবাদিক-সাহিত্যিক আহমেদ হুমায়ুন।

ডিপিআর/ জাহিরুল মিলন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..