স্পোর্টস ডেস্ক: ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠার লড়াইয়ে আগামীকাল শনিবার (২৫ নভেম্বর) লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। ওই ম্যাচে খেলতে নামবেন নরওয়েজিয়ান তারকা ফুটবলার হালান্ড।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে গোলদাতাদের নেতৃত্ব দিচ্ছেন হালান্ড। এখন পর্যন্ত ১৩ টি গোল করে সবার শীর্ষে রয়েছেন নরওয়ের এই ফরোয়ার্ড।
এর আগে গত ১৬ নভেম্বর নরওয়ের হয়ে ফারো আইল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে খেলতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েন হালান্ড। এরপর ইউরো ২০২৪ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষেও খেলতে পারেননি এই ফরোয়ার্ড। তবে গতকাল বৃহস্পতিবার নিজের ক্লাব ম্যানসিটির সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা ফুটবলার।
চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে ৯ জয় ১ ড্র আর ২ হারে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যানসিটি। অপরদিকে সমান ম্যাচে ৮ জয়, ৩ ড্র আর ১ হারে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সালাহর লিভারপুল।