তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:কিশোরগঞ্জের তাড়াইলে ইফান হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওথান কবরস্থানের সামনে এলাকাবাসীর উদ্যোগে নাজমুল হুদা ইফান (১৮) হত্যাকারীদের দ্রুত আটক করে ন্যয়বিচার এবং শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
শতাধিক লোকের অংশগ্রহণে উক্ত মানববন্ধনে বক্তাদের মধ্যে পূবালী ব্যাংক কর্মকর্তা (অব:) আব্দুল হক খান বলেন, ইফান হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি, যদিও তিন জনকে গ্রেপ্তার করেছে। একজন জামিনে মুক্তি পেয়েছে। আমরা শুনেছি আরেক আসামী মজিবুর রহমান হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছে। আমরা সকল এলাকাবাসীর দাবী দোষীদের অচিরেই গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক।
উল্লেখ্য বিগত ২৬ শে জুলাই ২০২১ ইং তারিখে কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা নাজমুল হুদা ইফান’কে ছুরি মেরে হত্যা করে। ইফানের পিতা এই ঘটনায় ১৪ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহার ভুক্ত ৪ নং আসামী মারুফ মিয়া , ২ নং আসামী মাসুদ ও ১২ নং আসামী মলয় রায় কে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও মলয় রায় জামিনে মুক্ত আছে।