প্রত্যয় ইবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ সোমবার। দেশের দূরদর্শী ও বলিষ্ঠ এই নেত্রীর জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। দিনটি উপলক্ষে আজ সোমবার বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করেছে তারা।
সোমবার দুপুরে দলীয় টেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বনজ, ফলজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি গাছের চারা রোপণ করেন। ছাত্রলীগের এ উদ্যোগেকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা উকিল উদ্দীন, আব্দুর রশিদ বকুল, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, আল আমিন জোয়ার্দার।
এছাড়া সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সহ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, ছাত্রলীগ নেতা বিপুল খান, শাহাজালাল ইসলাম সোহাগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় অর্ধ শতাধিক ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন।
আজাহার ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।