বিশেষ সংবাদদাতা,কলকাতা:অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোকস্তব্ধ টালিগঞ্জ। বুধবার ভারতীয় সময় বেলা সাড়ে দশটা নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাংলার মুখ্যমন্ত্রী–সহ রাজনীতি এবং সংস্কৃতি জগতের বহু মানুষই শোক প্রকাশ করেছেন। বাংলার বহু শিল্পী তাঁর মৃত্যুকে সিনেমা জগতের ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করেছেন।
বেলা এগারোটা নাগাদই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে ইরফান খানের মৃত্যু সংবাদ। তার পরই শোক বার্তা আসতে শুরু করে বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের তরফে। সকলেই জানিয়েছেন, তাঁর মতো সংবেদনশীল অভিনেতা চলচ্চিত্র জগতে বিরল। পরিচালক গৌতম ঘোষ বলেছেন, ‘ইরফান যে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন, জানতাম। কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবেন, তা ভাবতেও পারিনি। আমার একটি সিনেমায় তাঁর অভিনয় করার কথা ছিল। শুনে খুব খুশিও হয়েছিলেন তিনি। কিন্তু প্রযোজকের মৃত্যুতে সেই সিনেমা তৈরি হয়নি। তাই আমার সঙ্গে তাঁর কাজ করাও হয়ে ওঠেনি।’
অভিনেতা প্রসেনজিৎ বলেছেন, ‘ইরফান খানের মৃত্যু সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। তাঁর মতো প্রতিভাবান অভিনেতা বিরল। সিনেমা জগতে অনেক লড়াই করে ধাপে ধাপে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর তুলনা হয় না।’ পরিচালক, অভিনেতা ও গায়ক অঞ্জন দত্তর ‘বড়া দিন’ সিনেমায় অভিনয় করেছিলেন ইরফান। তিনি বলেছেন, ‘অভিনয়ের সময় বড়ই খুঁতখুঁতে ছিলেন। মেথড অ্যাক্টর বলতে যা বোঝায়, তা–ই ছিলেন তিনি।’ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, ‘তিনি অসুস্থ ছিলেন। তবে এভাবে আচমকাই এত তাড়াতাড়ি চলে যাবেন, ভাবতে পারিনি। তিনি শুধু ভারতের নন, ছিলেন আন্তর্জাতিক মানের অভিনেতাও।’
পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় বলেছেন, ‘ইরফানকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছে ছিল। কিন্তু সেই ইচ্ছে আর সফল হল না।’ অপর্ণা সেন বলেছেন, ‘পৃথিবীর অন্যতম সেরা আরও এক অভিনেতাকে হারাল এই গ্রহ। আমার আর বেশি কিছু বলার নেই।’ শোক প্রকাশ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বলেছেন, ‘তাঁর মতো প্রতিভাবান অভিনেতা আর আসবে না।’ অভিনেত্রী পার্ণো মিত্র তাঁর সঙ্গে বাংলা সিনেমা ‘ডুব’–এ অভিনয় করেছিলেন। তিনি বলেছেন, ‘তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে নতুন কিছু বলার নেই। তিনি এমন একজন মানুষ ছিলেন, যাঁকে আমি খুব শ্রদ্ধা করি। তবে তিনি ক্রিকেট খেলতে খুব পছন্দ করতেন। শুটিংয়ের সময় ব্রেক টাইমে আমাদের নিয়ে ক্রিকেট খেলতেন। ব্যাট করতে নামলে আউট হতে চাইতেন না।’ কিন্তু ক্যানসারের সঙ্গে লড়াইয়ে এবার সত্যি সত্যিই আউট হয়ে গেলেন ইরফান।