একা থাকতে শেখো
—- ইসতিয়াক আহম্মেদ
ডেকেছিলে তুমি আমায়
এক বৃষ্টি বাদল দিনে
দেয়নি আমি সাড়া
কেন জানো.?
মনে করে দেখো
আমার আহবানেও তুমি
দাওনি সাড়া একদিন
খুব ইচ্ছা ছিলো
বসন্তের প্রথম ভোরটা
হবে শুধু তোমার আমার
সময়টা হবে শুধুই আমাদের
ব্যস্ততার অজুহাতে ফিরিয়ে দিয়েছিলে আমায়
ছেলে বলে অশ্রু বিসর্জনে কড়া নিষেধ
তাই তো কাদিনি আমি
কিন্ত তুমি.?
তুমি তো মেয়ে
কাঁদা নয় তো তোমার বারণ
প্রিয় আজকেও যে বসন্ত
কিন্তু দেখো আজ ও তুমি নেই
কিন্তু দেখো তো
আমি কি আর কষ্ট পাচ্ছি.?
না,একটুও না তো
তোমার অবহেলায় যে আজকের আমি
একা থাকতে শেখো প্রিয়
একা থাকতে শেখো
লেখক : শিক্ষার্থী
দ্বাদশ শ্রেণী, ঢাকা কলেজ