শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে বিশ্বের বহু নামকরা চলচ্চিত্র শিল্পী ও বিনোদনসংস্থা ইসরায়েলি চলচ্চিত্রশিল্পকে বয়কট করার ডাক দেয়। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মার্কিন মিডিয়া জায়ান্ট ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। এক আইনি চিঠির জবাবে সংস্থাটি জানিয়েছে, এই ধরনের বয়কটের আহ্বান তাদের অভ্যন্তরীণ নীতিমালা লঙ্ঘন করতে পারে। প্রতিষ্ঠানটির স্পষ্ট বক্তব্য, তারা কোনো ধরনের বৈষম্যকে সমর্থন করে না।
সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তার কর্মচারী, সহযোগী এবং অন্যান্য অংশীদারদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও শ্রদ্ধাশীল পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের নীতিমালায় জাতি, ধর্ম, জাতীয় উৎস বা বংশের ভিত্তিতে বৈষম্য সহ যেকোনো ধরনের বৈষম্য নিষিদ্ধ। আমরা বিশ্বাস করি, ইসরায়েলি ফিল্ম প্রতিষ্ঠানগুলো বয়কট করার বিষয়টি আমাদের নীতির লঙ্ঘন।’
গত মাসে ফিল্ম ওয়ার্কারস অফ প্যালেস্টাইন নামের একটি সংগঠন ইসরায়েলি ফিল্ম প্রতিষ্ঠান বয়কটের জন্য একটি অঙ্গীকারপত্র প্রচার করে। এই অঙ্গীকারপত্রে অলিভিয়া কোলম্যান, এমা স্টোন, মার্ক রাফালো, এবং হাভিয়ের বারদেম-এর মতো খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বরা স্বাক্ষর করেন; ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ এড়িয়ে যাওয়ার শপথ নেন। মূলত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও বর্ণবৈষম্যে ইসরায়েল জড়িত থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়। অন্যদিকে, এই বয়কটকে প্রত্যাখ্যান করে একটি খোলা চিঠিতে ১,২০০-এরও বেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব স্বাক্ষর করেছেন। এবার বিষয়টি এড়িয়ে গেল মিডিয়া জায়ান্ট ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি হলো আমেরিকার হলিউড ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ একটি বহুজাতিক বিনোদন সাম্রাজ্য। ১৯২৩ সালে ওয়ার্নার ব্রাদার্সের যাত্রা শুরু হলেও, এই প্রতিষ্ঠানটি নতুন রূপে আত্মপ্রকাশ করে ২০২২ সালে। সেই সময় ওয়ার্নার মিডিয়া বিভাগের স্পিন-অফ এবং ডিসকভারি আইএনসি-এর সঙ্গে একীভূত হয়ে গঠিত হয় ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। বর্তমানে এর অধীনে রয়েছে ওয়ার্নার ব্রস স্টুডিও, এইচবিও, ডিসি এন্টারটেইনমেন্ট এবং স্ট্রিমিং সার্ভিস ম্যাক্স।
এছাড়াও, ডিসকভারি চ্যানেল, সিএনএন, কার্টুন নেটওয়ার্ক, টিএনটি এর মতো টিভি চ্যানেল এবং আন্তর্জাতিক কার্যক্রমগুলোও এই বিশাল প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। সহজ করে বললে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি শুধু সিনেমা বা কার্টুন প্রযোজনা সংস্থা নয়, এটি বিশ্বব্যাপী স্টুডিও, নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত এক বিশাল বিনোদন সাম্রাজ্য।