প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ “ইসলামিক সেন্টার রাঙামাটি” এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হলেও কোন ধরনের নিয়মনীতি মানছে না তারা। ২য় তলার মার্কেট নির্মান বন্ধ করা নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়েছেন সাবেক আল-আমিন এতিমখানার শিক্ষার্থী ছগিন আহম্মেদ, বনরুপা, রাঙামাটি।
ছগির আহম্মেদ স্বাক্ষরিত অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্য্যলয়ে ,স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ২৯৯ নং সাংসদ, মহা-পরিচালক সমাজসেবা অধিদপ্তর- ঢাকা, পুলিশ সুপার-রাঙামাটি, অধিনায়ক ডিজি এফআই-রাঙামাটি, পরিচালক সমাজ সেবা-রাঙামাটি, বর্তমান ইসলামিক সেন্টার ও ইউএনও রাঙামাটি সদর সহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও জরুরী ভিক্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনরোধ জানিয়ে প্রেরণ করা হয়েছে।
বিভিন্ন দপ্তরে প্রেরিত অভিযোগ সুত্রে জানা গেছে, আল-আমিন এতিমখানা ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারের সার্বিক সহযোগিতায় মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনামে সহিত পরিচালিত হয়ে আসছিল যার; নিবন্ধন নং-০৪(৭৬৩)/৭৯ ।
সরকারের সার্বিক সহযোগিতায় ইসলামিক সেন্টার রাঙামাটির অধিনে কালক্রমে গড়ে উঠে আরো একাধিক প্রতিষ্ঠান আল-আমিন এতিমখানা, আল-আমিন মাদ্রাসা ও মুজাদ্দেদী-আল-ফেসানী একাডেমীসহ আরো বহু প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন উপজেলায়। বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে মুজাদ্দেদী-আল-ফেসানী একাডেমীর বর্তমান সভাপতি রাঙামাটি জেলা প্রশাসক।
অভিযোগের সুত্রে জানা যায়, বর্তমান কিছু লোভী দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীর অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ জামায়েতে ইসলামী রাঙামাটির কতিপয় নেতারা অতি গোপনে শুরা কমিটি দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত করে আসছে যার; অধিকাংশ সরকারি চাকরীজীবি। এসব ব্যক্তিরা সরকারী সুযোগ সুবিধা নিয়ে সরকারের বিরুদ্ধে বিষাধগার করছে। দীর্ঘদিন এতিমখানা বন্ধ রেখে সরকারি সুযোগ সুবিধা গ্রহন ও বিভিন্ন জনের দানসহ “লিল্লাহ বোডিং” এর নামে গ্রহন করলেও আদৌ লিল্লাহ বোডিং এর অস্থিত নেই।
রাঙামাটি ইসলামিক সেন্টার বনরুপা কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আইসিআর শপিং প্লাজা আল-আমিন এতিমখানার সম্পদ যার; আয়-ব্যয় দিয়ে এতিমখানা পরিচালিত হওয়ার কথা । এক সময় একই স্থানে এতিমখানার ছাত্রদের আসবাবপত্র নির্মানের প্রশিক্ষণ দেয়া হতো। কিন্তু প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে “কুয়েত রিলিফ ফান্ড” এর কাছে কিছু অংশ হস্তান্তর করে। এরপর আল-আমিন এতিমখানা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
সাবেক কিছু ছাত্রের প্রতিবাদের মুখে ১০/১২ জন এতিম নিয়ে গতবছর এতিমখানা চালু করলেও তাদের ভরণ পোষন সঠিকভাবে করছে না। এমতাবস্থায় সাবেক ছাত্ররা ইসলামিক সেন্টার রাঙামাটি সদস্য হওয়ার যোগ্যতা রাখে বিদায় প্রস্তাব করেছে যে প্রতিষ্ঠানটি পরিচালনা স্বার্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমস্বয়ে কমিটি গঠনের। কিন্তু প্রস্তাবটি জামায়াতের গোপন শুরা কমিটি নাকচ করে দেয় । জামায়াতের রোকন না হলে সদস্য হওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে। সমাজসেবা অধিদপ্তর এর কোন ধারায় এই শর্ত তথা নিয়মনীতি আছে তা প্রশাসনের কাছে জানতে চেয়ে অভিযোগ করেছে সাবেক ছাত্ররা যারা; এই প্রতিষ্ঠানের সদস্য হতে ইচ্ছুক।
বর্তমানে ইসলামিক সেন্টার রাঙামাটি পরিচালিত আরসিআর শপিং মার্কেট এর ২য় তলার নিমার্ণ কাজ ০৪/০৮/২০২০ইং তারিখে শুরু করা হয়। দোকান বরাদ্ধে ও নিমার্ণ কাজে গণবিজ্ঞপ্তি/নোটিশ বা সরকারি কোন দপ্তরে অবহিত করা হয়নি। প্রায় ৩০ টির অধিক দোকানের বিপরীতে ৩(তিন)কোটির টাকার কাজ চালিয়ে যাচ্ছে। মার্কেট নিমার্ণ ব্যয় আনুমানিক এককোটি ব্যয় হলেও বাড়তি টাকা আগামী পৌরনির্বাচনের ক্ষেত্রে ব্যয় করার আশংকা করছে সাবেক ছাত্ররা। সাবেক ছাত্ররা আকুতি-মিনতি করে আসছে , তাদেরও স্বল্প মুল্যে দোকান বরাদ্দ দেওয়ার জন্য। তাদেরকে এ বরাদ্ধ দিলে বেকারত্ব মোচন করে তারা আর্থিকভাবে উপকৃত হতে পারবে বলে জানায়। কিন্ত জামায়াতের গোপন শুরা তা কার্যকর না করে উচ্চ মুল্য দেখিয়ে তাদের পছন্দের লোকদের ও স্বজনপ্রীতির মাধ্যমে দোকান বরাদ্দ দিচ্ছে । দোকান বরাদ্দ বাতিল করতঃ এতিমখানার সাবেক ছাত্রদের মাঝে অগ্রাধিকার ভিক্তিতে স্বল্পমুল্যে বরাদ্দ করার জন্য প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করেছে।
সমাজসেবা অধিদপ্তরের গঠনতন্ত্র মোতাবেক প্রতিবছর সাধারণ সদস্যদের নিয়ে এজিএম করে বার্ষিক হিসাব-নিকাশ প্রদানের কথা থাকলেও তারা দীর্ঘ বছর যাবৎ কোন এজিএম করেনি। তাই প্রতিষ্ঠানের স্বচ্ছতা আনয়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। জামায়াতের গোপন শুরা বাতিল করে ইসলামিক সেন্টার রাঙামাটি পরিচালিত প্রতিষ্ঠানের সাবেক ছাত্র যারা সমাজে প্রতিষ্ঠিত ও বিভিন্ন বেসরকারী পেশায় নিয়োজিত তাদেরসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধিদের নিয়ে অতিদ্রুত একটি নতুন পরিচালনা কমিটি গঠন অত্যন্ত জরুরী প্রয়োজন বলে জানিয়েছেন সাবেক ছাত্ররা ।
চলবে….