সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: সিয়াম সাধনার দীর্ঘ একটি মাস পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরকে সামনে রেখে মোংলায় জমজম করছে ঈদের বাজার। ঈদকে সামনে রেখে সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। দিন রাত তীব্র রোদ উপেক্ষা করে ঈদের বাজারে লোকের সমাগম।ঈদ উদযাপন করতে সকলের পছন্দ নতুন পোষাক। ঈদ উদযাপন করতে তাদের নতুন পোষাক কিনতে ক্রেতারা ঘুরছে শহরের এক মার্কেট থেকে অন্য মার্কেটে। শহরের ফুটপাত থেকে শুরু করে দোকান ও মার্কেট গুলোতে উপছে পড়া ভিড় দেখা গিয়েছে । ১৫ই রমজানের পর থেকেই সকলে ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। দোকান গুলোতে ঈদের নতুন পোশাক ও বিভিন্ন কালেকশন নিয়ে আসছে দোকানিরা।এসবে আকৃষ্ট ক্রেতারা।
দোকানীরা জানালেন ঈদের বাজারে কেনাবেচা মোটামুটি ভালোই হচ্ছে। যতটুকু পারছি আমাদের সাধ্যমতো কমিশনে বিক্রি করে দিচ্ছি। ক্রেতাদের উক্তি আমরা নতুন পোষাকে ঈদ পালন করতে ইচ্ছুক তীব্র গরমে এতো কষ্ট সহ্য করেও দোকানে কেনাকাটা করতেছি ঘুরছি এ মার্কেট থেকে অন্য মার্কেটে ।এবার যেগুলো পোষাক দেখলাম খুবই সুন্দর এবং পছন্দনীয়। এবং দাম ও মুটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আছে।যা আমরা আমাদের চাহিদা মতো ক্রয় করতে পারছি।