ধর্ম ডেস্ক: প্রশ্ন : ঈদের নামাজের পর কবরস্তান জেয়ারত করা যাবে?
উত্তর : ঈদের নামাজের পর কবরস্তান জেয়ারত এবং মৃতদের ইসালে সওয়াব করা যাবে। এতে কোনো অসুবিধা নেই। (ফতোয়ায়ে মাহমুদিয়া : ১২/৫৫৬)।
প্রশ্ন : আশপাশের সব জায়গায় ঈদের নামাজ শেষ হয়ে গেলে যাদের নামাজ ছুটে গেছে, তারা জামাত বানিয়ে ঈদের নামাজ পড়তে পারবে?
উত্তর : হ্যাঁ, দ্বিপ্রহরের আগে আগে তারা তাদের একজনকে ইমাম বানিয়ে ঈদের নামাজের জামাত করতে পারে। (ইমদাদুল ফাতাওয়া : ১/৬৪৫)।
প্রশ্ন : সব লোকের এক জামাতে সংকুলান না হলে ঈদগাহে দ্বিতীয় জামাত করা যাবে?
উত্তর : হ্যাঁ, এক জামাতে সবার সংকুলান না হলে ঈদের দ্বিতীয় জামাত করা যাবে। তবে ইমাম অন্য আরেকজন হতে হবে। প্রথম ইমামের পেছনে নামাজ হবে না। (ফতোয়ায়ে রহিমিয়া : ৫/৩৫)।
প্রশ্ন : নারীদের ওপর ঈদের নামাজ পড়া কি ওয়াজিব?
উত্তর : নারীদের ওপর উভয় ঈদের নামাজ পড়া না ওয়াজিব, না সুন্নত, না মুস্তাহাব; বরং তাদের নামাজ পড়া নিষেধ ও মাকরুহে তাহরিমি। তবে ঈদের নামাজের পর তারা একাকী কৃতজ্ঞতাস্বরূপ নফল নামাজ পড়তে পারে। তবে সেটা ঈদের নামাজ বলে গণ্য হবে না। (হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর : ১/২৪৫)।