বিভিন্ন যানবাহনে লুকিয়ে তারা সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করছিলো বলে ধারণা করছে পুলিশ৷ পুলিশ জানায়, শুক্রবার উত্তর মেসিডোনিয়ার সার্বিয়া সীমান্তবর্তী হাইওয়েতে টহলরত পুলিশ একটি ভ্যানে তল্লাশি চালিয়ে ২০জনকে আটক করে। এর মধ্যে নয়জন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে। আটককৃতরা সবাই বাংলাদেশি। পুলিশ সেসময় মেসিডোনিয়ার নাগরিক ভ্যান চালককে গ্রেপ্তার করে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, আটককৃত অপ্রাপ্তবয়স্কদের সাথে কোনো অভিভাবক আছে নাকি তারা নিজেরাই সীমান্ত পাড়ি দিতে চেষ্টা করছিল সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতদের উত্তর মেসিডোনিয়ার গেভগেলিয়া আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে৷ এখান থেকে তাদের গ্রিসে ফেরত পাঠানো হতে পারে।
এদিকে অন্য আরেক অভিযানে গ্রিস সীমান্তের কাছে হাইওয়ে থেকে লরিতে লুকিয়ে থাকা ৬২ জন অভিবাসপ্রত্যাশীকে আটক করেছে পুলিশ৷ তাদের মধ্যে ৪৬জন পাকিস্তানের নাগরিক৷ এছাড়া ১৩জন ইরিত্রিয়া ও তিনজন মালির নাগরিক বলে জানিয়েছে পুলিশ। এসময় পুলিশ দুইজন সার্বিয়ান নাগরিককেও আটক করে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, করোনা মহামারির কারণে সীমান্ত বন্ধ ও চলাচল নিয়ন্ত্রণ সত্ত্বেও বলকান অঞ্চলে এখনও মানবপাচার দলগুলো সক্রিয়৷ গ্রিস থেকে ইউরোপের ধনী দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীরা উত্তর মেসিডোনিয়াকে তাদের ট্রানজিট পথ হিসেবে ব্যবহার করে আসছে৷ গত আট বছরে কয়েক লাখ অভিবাসী এই পথে পাড়ি জমিয়েছেন৷
সূত্র:ইনফোমাইগ্রেন্টস