রাঙামাটি প্রতিনিধি : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে রাঙামাটিতে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেছেন, এইচটি ইমাম মহান মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রামে সংগঠক ছিলেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তৎকালীন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা প্রশাসক এইচটি ইমাম পার্বত্য চট্টগ্রামে মুক্তিযুদ্ধ পরিচালানায় সর্বাত্মক সাহসী ভূমিকা পালন করেছিলেন। পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা হয়েও দেশ-মাতৃকার স্বাধীনতার জন্য জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। এ ছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রী পরিষদের সচিব ছিলেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে তার দুঃসাহসিক ও বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পূর্ণ ঐতিহাসিক। জাতি ঐতিহাসিকভাবে স্মরণ করবে এ বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদকে।
৪ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোকসভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেছেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এতে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সর্বদলীয় ছাত্রঐক্য সংগ্রাম পরিষদের পার্বত্য চট্টগ্রাম জেলার সদস্য সচিব প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে ও তৎকালীন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আবচার প্রমুখ। সভা পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন। সভায় এইচটি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তার বিদেহী আত্মার শান্তির সদগতি ও মাগফেরাত কামনা করা হয়।
রাঙামাটি: ৪ মার্চ ২০২১ # চৌধুরী হারুনুর রশীদ।
আরও পড়ুন
পার্বত্য চট্টগ্রামের ইট ভাটার ইট বিক্রি চালুর দাবিতে সংবাদ সম্মেলন